শিরোনাম- প্রেমের নাম করে টাকা - পয়সা হাতিয়ে নিয়েছে এক ব্যবসায়ী।
শিরোনাম- প্রেমের নাম করে টাকা - পয়সা হাতিয়ে নিয়েছে এক ব্যবসায়ী।
প্রেম - ভালবাসা তারপর মামলা লাইনটি পড়তে কেমন যেন লাগছে, হ্যাঁ এমনটি ঘটেছে পলাশপুর বরিশালে। হায়রে প্রেম হয়রে ভালবাসা আজকে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে। প্রতিনিয়ত প্রতিকায় পাতায় চোখ পড়লে দেখা যায় এমন শিরোনাম। আজকে অহ রহ এমন ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে, তারপরও আমরা সাবধান হতে পারছিনা। আর কত আর কত এই রকম নিউজ আমরা দেখবো।
তেমনিই, আপনাদের সামনে আজকে আমরা এমন একটি ঘটনা বর্ণনা করব। ঘটনাটি ঘঠেছে পলাশপুর, বরিশালে।
অভাবের সংসার ঠিক মত চলতে পারছিলো না স্বামী। তাই নিজে বাদ্য হয় চাকরি করতে চলে এসে ছিলো পলাশপুরে, কিন্তু সেখানে এসেই নোমান চৌধুরী সাথে অবৈধ সম্পর্ক ঘড়ে উঠে তার । মোমান চৌধুরী সাথে দীর্ঘ দিন ধরে চলছিলো এমন সম্পর্ক। ভুলে গিয়েছিল তার স্বামী - সন্তানের কথা। মোমানের কথাই সব ভুলে গিয়েছিলো। নোমান প্রায়ই তার বাসায় রাতে যাতায়াত করতো। এমনকি থাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলো। তার কাছ থেকে বিয়ের নাম করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বলে ওই মহিলা থানায় অভিযোগ করেছে। এমনি কি তার কাছ থেকে টাকা নিয়ে গাঁজার ব্যবসা করতো বলে জানা গেছে।
নোমান চৌধুরী, এলকার চোখে ছিলো অত্যন্ত একজন ভালো মনের মানুষ। এলাকার লোকদের কাছে তিনি ছিলেন খুব নরম ভদ্র। কিন্তু তার চরিত্র ছিল নোংরামি সেটা কাউকে বোঝাতে দেয়নি।
নোমান চৌধুরী, ব্যবসায়ী ছিল তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। সবার সাথে ভালো ব্যবহার করতো। এলাকার লোক বলতো সে খুব ভালো মানুষ। তার বিয়ের বয়স হওয়াই, থাকে বিয়ে করার জন্য এলাকার লোক উঠে পড়ে লেখেছিলো। কিন্তু তার বিয়ে করার প্রতি কোন আগ্রহ ছিল না। অনেক বলার পরও সে বিয়ে করবে না বলে জানিয়েছে। কিন্তু নোমান চৌধুরী বিয়ে না করার কারণ জানতে গেলে এমন ঘটনা ফাঁস হয়ে যায়।
এমন অবৈধ সম্পর্কের কথা।