রিপোর্টার : আবুল খায়ের সাগর ||শুধু দিয়েই গেলে
রিপোর্টার : আবুল খায়ের সাগর ||শুধু দিয়েই গেলে দিদি। আর কতো? তবুও মন চায় আরো। জীবন বলে কথা - এই দেহের ইতিতো টানতেই হবে এক দিন। তাই রবি ঠাকুর এই 'বেলা'টাকে কতভাবেই না দেখেছেন, এঁকেছেন - দেখিয়েছেন! আমরা ঐসব ভাবেই স্মরিব তোমায়। ভালো থেকো ওপারে। স্মরণে রাখতে বাধ্য যে তুমি নিজেই করে গেছ!!!
না ফেরার দেশে চলে গেলেন ভারতের কিংবদন্তিতুল্য বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে এ সংগীতশিল্পীকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, কিছুটা সাড়া দিচ্ছেন লতা। তার বিভিন্ন থেরাপি চলছে। কিন্তু সেখান থেকে আর ফেরা হয়নি এ কোকিল কণ্ঠ শিল্পীর।
কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে লিখেন, তার চলে যাওয়া আমাদের জন্য বেদনার। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। সঙ্গীতের পাশাপাশি তিনি ভারতকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে উৎসাহী ছিলেন।
ভারতীয় সংগীতের জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালে ভারতের ইন্দোরে এক মারাঠি পরিবারে। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান। তার আগে অবশ্য বাবার হাত ধরেই অভিনয় এবং গান শিখতে শুরু করে দিয়েছিলেন। ১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মারাঠি ছবির গান রেকর্ডের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর আর পেছন ফিরতে হয়নি তাকে। মুম্বাই যাওয়ার
মিয়ানমারের কোন একটি খনিতে ভূমিধসের ঘটনায় পর অন্তত একজনের প্রাণহানি হয়েছে । তবে এই ঘটনার কারনে এখনো একশ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মিয়ানমারের উদ্ধারকর্মীরা। তবে স্থানীয় গণমাধ্যম বিশ জন নিহতের খবর দিয়েছেন।
রয়টার্সের খবরের পর্দায় বলা হয়েছে, মিয়ানমারের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় জেড খনিতে ভূমিধসের কারনে ফলে একজনের প্রাণহানি ঘটেছে । এছাড়া একশ জন নিখোঁজ রয়েছেন।
কাছিন রাজ্যের উদ্ধারকারী দলের কোন এক সদস্য কো নি বার্তা সংস্থা এএফপিকে বলেন, স্থানীয় সময় বুধবার ভোর চারটা দিকে ভূমিধসের ঘটনটা ঘটে। এতে একজনের প্রাণহানি খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঐ খনিতে কাজ করা ৭০ থেকে একশ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তিনি আরো বলেন, আমরা পুচিশ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এসময় একজনের মরদেহ পওয়া গেছে। খনিটিতে প্রায় দুইশ উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধান ও মরদেহ উদ্ধারের কাজ করছেন মিয়ানমারের কর্মিরা । পাশের একটি হ্রদেও নৌকা ব্যবহার করে প্রানহানিদের অনুসন্ধান চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা গেছে, অনুসন্ধানের সময় অনেক স্থানীয় মানুষ হ্রদের পাড়ে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন । স্থানীয় সংবাদ মাধ্যম কাছিন টিভি নিউজ গ্রুপ জানিয়েছে, ভূমিধসে বিশ খনি শ্রমিক নিহত হয়েছেন। মিয়ানমারের উদ্ধার ফায়ার সার্ভিস জানিয়েছে, হপাকান্ত এবং পাশের লোন খিন শহরের উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালাচ্ছে। তবে হতাহত কিংবা নিখোঁজের কোনোও তথ্য দেয়নি তারা।
রিপোর্টার শুভ শাকিল
আন্তর্জাতিক খবর